চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আজ রবিবার ‘ডিভিএম ইন্টার্ন ফিডব্যাক প্রোগ্রাম-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে । বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা সম্প্রতি দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল, চিড়িয়াখানা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করে। এ উপলক্ষ্যে পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) দপ্তর উক্ত ফিডব্যাক প্রোগ্রাম আয়োজন করে। সকাল ৯টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফিডব্যাক প্রোগ্রামের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ-আল-নাহিদ, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মো: সফিকুল ইসলাম খান, চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সাবেক পরিচালক ডা. মো: ফরহাদ হোসেন এবং নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: রকিবুর রহমান (টুটুল)। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘ইন্টার্নশিপের ক্ষেত্রে সিভাসু হলো সারাদেশের মধ্যে পাইওনিয়ার। এই ইন্টার্নশিপ কর্মসূচিকে আরো সম্প্রসারিত করার জন্য আমরা দেশের বাইরে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করছি। আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’
শেষে অনুষ্ঠিত টেকনিক্যাল সেশনে ইন্টার্নশিপ প্রোগ্রামের ওপর শিক্ষার্থীরা ০৭ টি প্রেজেন্টেশন দেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের পাঁচ বছরমেয়াদী ডিভিএম কোর্সের ৫ম বর্ষে শিক্ষার্থীদেরকে ইন্টার্নশিপ কর্মসূচির মাধ্যমের হাতেকলমে শিক্ষা প্রদান করা হয়ে থাকে।