ঢাকা, মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিকৃবিতে আন্ত: হল ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

সিকৃবি প্রিতিনিধি।

প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৫, ০৮:০১ পিএম

সিকৃবিতে আন্ত: হল ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শুরু হয়েছে আন্তঃহল ভলিবল ও ব্যাডমিন্টন ক্রীড়া প্রতিযোগিতা । আজ (২ জানুয়ারি ) বৃহস্পতিবার সপ্তাহব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর . মোঃ আলিমুল ইসলাম। শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ছানোয়ার হোসেন মিয়ার সঞ্চালনায় এবং ক্রীড়া প্রতিযোগিতা উপকমিটির সভাপতি প্রাণী পুষ্টি বিভাগের প্রফেসর . মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী এবং পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ এমদাদুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ। ভলিবল ও ব্যাডমিন্টনে ছেলে মেয়েদের ৭টি হলের হলভিত্তিক টিম রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, খেলাধুলা মন ও শরীরকে প্রফুল্ল রাখে, ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপশি খেলাধুলায় অংশগ্রহন করা প্রয়োজন, খেলাধুলা মাদক থেকে দূরে রাখতে সহায়তা করে। তিনি আরও বলেন, আজ তোমাদেরকে হলভিত্তিক খেলাধুলায় অংশগ্রহণ করে আগামীতে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলার জন্য প্রস্তুত হতে হবে।