ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গরু মোটাতাজাকরণে স্বাস্থ্যসম্মত ফিড

স্বর্ণক শাহী

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫, ১১:১৮ এএম

গরু মোটাতাজাকরণে স্বাস্থ্যসম্মত ফিড

গরু মোটাতাজাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিড। কারণ ফিড এর কোয়ালিটি এর উপর মোটাতাজাকরণ এর সফলতা বেশিরভাগটাই নির্ভর করে।

ফিড কিনতে যা মাথায় রাখতে হবে

১. ফিড এ প্রয়োজনীয় সব উপাদান আছে কিনা।

২.স্বাস্থ্যসম্মত ফিড সরবরাহ করা না হলে  অনেক রকম ফিড বোর্ন  ডিজিজ হতে পারে  । তাই ফিড এর কোয়ালিটি সম্পর্কে নিশ্চিত হতে হবে।

৩. অনেকে হ্যান্ড মিক্স করে দানাদার খাবার প্রদান করেন, এতে করে ফিড এ ক্ষতিকর জীবাণু প্রবেশের সুযোগ থাকে। তাই এক্ষেত্রে যারা এই কাজে নিয়োজিত থাকবেন তাদের ব্যক্তিগত সুরক্ষা অনেক গুরুত্বপূর্ণ।

৪. ঘাস, খড়, সাইলেজ এসব রাখার স্টোরে ইঁদুর, বেজি, এবং অনেক পোকামাকড় এর উপদ্রব হয়। এসব প্রাণী বিভিন্ন রোগের বাহক হিসেবে কাজ করে।

৫. পানি খাওয়ার পাত্রে জাতে কোন রকম শ্যাওলা বা গোবর এর ছিটেফোটা যাতে না থাকে সেদিকে লক্ষ্ণ রাখা। এইজন্য এসব পাত্র রেগুলার পরিষ্কার রাখা উচিত।

স্বাস্থ্যসম্মত ফিড কোথায় পাবেন

১. বাজারে অনেক কোম্পানি আছে যারা রেডি-মিক্স feed বিক্রি করে। সেগুলো কেনা যেতে পারে।  

২. ঘাস নিজে চাষ করতে পারলে ভালো, তবে যদি দেখা যায় যে কারো পর্যাপ্ত জমি না থাকে, সেক্ষেত্রে প্রতিদিন ঘাস এর সাপ্লাই নিশ্চিত করতে হবে।

৩. সাইলেজ, খড় এগুল যাতে সঠিকভাবে প্রক্রিয়াজাত হয় সেটা নিশ্চিত করা। সাইলেজ এখন অনেক কোম্পানি তৈরী করে। তাই বাজারের সাশ্রয়ী ও স্বাস্থ্যসম্মত সাইলেজ বাছাই করে নিতে হবে।

৪. অভিজ্ঞদের পরামর্শ অনুযায়ী  হ্যান্ড মিক্স ফিড বানানো দরকার।

৫. ফীড এর সাপ্লাই রেগুলার পাওয়া যাবে এমন উৎস নির্বাচন করা উচিত।