গবাদী প্রাণীর বিভিন্ন ভেক্সিন তৈরী করা সম্ভব
সিকৃবি প্রতিনিধি।
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৫৯ এএম
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবির) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, আমাদেরকে যুগোপযোগী ভেটেরিনারিয়ান তৈরী করতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে সহযোগীতা পেলে সিলেট অঞ্চলে স্থানীয়ভাবে গবেষণার মাধ্যমে গবাদী প্রাণীর বিভিন্ন ভেক্সিন তৈরী করা সম্ভব। যার মাধ্যমে গরু-বাছুর, হাস-মুরগী, ছাগল-ভেড়ার মৃত্যু কমিয়ে স্থানীয় জনগন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে।
আজ (২৬ নভেম্বর) মঙ্গলবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত Shaping Tomorrow’s Veterinary Professionals শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবির ভিসি প্রফেসর ড. আলিমুল ইসলাম এসব কথা বলেন।
ফিজিওলজি বিভাগের সহযোগী প্রফেসর ডাঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম, প্রভোষ্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ.সি.আই এনিম্যাল হেল্থ ডিভিশনের ডাঃ অরবিন্দ কুমার সাহা, ডাঃ হিরেশ রঞ্জন ভৌমিক এবং ডাঃ মোঃ আমজাদ হোসাইন প্রমুখ।